প্রধান শিক্ষকের বাণী
আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ আবুল কাশেম ২৫-০৯-২০০১ খ্রিঃ এ অত্র মোরশেদ আলম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে যোগদান করি । আমার কর্মস্পৃহা, সততা ও নিষ্ঠার দ্বা্রা বিদ্যালয়ের ফলাফল, উন্নয়ন, নৈতিক উৎকর্ষ সাধন এর প্রয়াস চালিয়ে যাচ্ছি ।
সাধারণত অর্জিত জ্ঞানই শিক্ষা । “স্বদেশ প্রেম আলোকিত মানুষ সৃষ্টিতে শিক্ষার কোন বিকল্প নাই “
যে শিক্ষা সৃজনশীলতার উন্মেষ ঘটায় সে শিক্ষাই সভ্য সমাজে কাম্য । একথা বিশ্বাসী হয়ে দৈনন্দিন শিক্ষা কে অগ্রসরতা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছাত্র-ছাত্রীদের কে লেখা পড়ায় আত্ন নিবেশ করার প্রক্রিয়া এবং বিদ্যালয়টি কে একটি আর্দশ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়ে সামনে অগ্রসর হচ্ছি ।
অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী এ তিনের সমন্বয়ে তৈরী হবে দেশের আগামী দিনের সুনাগরিক । বিদ্যালয়ের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার প্রচেষ্টা এবং বিদ্যালয়ের সফলতা কামনা করছি ।
প্রধান শিক্ষক,
মোরশেদ আলম উচচ বিদ্যালয়