প্রতিষ্ঠানের তথ্যঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলাধীন ৬নং নাটেশর ইউনিয়ানের অন্তর্গত মোরশেদ আলম উচচ বিদ্যালয় টি ১৯৮৭ খিঃ স্থাপিত হয়ে অত্যান্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে ।
অত্র এলাকার সুধী পুরুষ, বিশিষ্ট শিল্পপতি, সৎ ও নিষ্ঠাবান সমাজ সেবক, গরিবের বন্ধু আলহাজ্ব মোরশেদ আলম সাহেবের আত্নত্যাগের বিনিময়ে অত্র প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। ১৫০ শতাংশ সম্পত্তির উপর প্রতিষ্ঠানটি নির্মিত ।
ভৌত অবকাঠামোঃ
- অয়েজ অনার্স ডিপার্টমেন্ট কর্তৃক ২ কক্ষ বিশিষ্ট ভবন । ( আয়তন-৭১০ বঃ ফুঃ) ।
- ফ্যাসেলিটিজ ডিপার্টমেন্ট কর্তৃক তৃতীয় তলা বিশিষ্ট একাডেমিক ভবন । ( আয়তন- ৪৮৯৬ বঃ ফুঃ )।
- বিলকিছ নাহার ভবন – সভাপতি কর্তৃক নির্মিত । (আয়তন – ৫৪৪০ বঃ ফুঃ)।
৬ষ্ট শ্রেনী | ৭ম শ্রেনী | ৮ম শ্রেনী | |
ছাত্র | ৯২ জন | ৯৯ জন | ৭৬ জন |
ছাত্রী | ১০৩ জন | ৯৪ জন | ৯০ জন |
সর্বমোট | ১৯৫ জন | ১৯৩ জন | ১৬৬ জন |
শ্রেণী | বিজ্ঞান-শাখা | মানবিক-শাখা | ব্যবসায়িক শিক্ষা-শাখা | সর্বমোট |
৯ম | ৩৩ জন | ২৬ জন | ৫৮ জন | ১১৭ জন |
১০ম | ৩২ জন | ১৯ জন | ৬৩ জন | ১১৪ জন |